• info@puc.ac.bd
  • Cell:+99999
  • Student Access
  • Teachers Access
  • Web-mail
  • follow us

PREMIER UNIVERSITY

Department of Fashion Design and Technology
  • Home (current)
  • Admission
    Grading System
    Why Puc?
    How to apply?
  • Faculties (current)

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে নবীন বরণে চসিক মেয়র ।

...
Previous Next

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে নবীন বরণে চসিক মেয়র ।
এই বিভাগ আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধি অর্জন করবে ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে ২৬ মে ২০২৫, সোমবার, সকাল ১১টায়। প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, কেডিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব সেলিম রহমান, হালদা গ্রুপের চেয়ারম্যান জনাব সারওয়ার আলমগীর, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আমেরিকান কর্নার-চট্টগ্রামের কন্টাক্ট পার্সন জনাব সাদাত জামান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল লয়ার জনাব মো. রেজাউল করিম রণি, বিজিএমইএ-র সাবেক ডিরেক্টর জনাব খন্দকার বেলায়েত হোসেন ও শ্রেয়া বুটিকের ফ্যাশন ডিজাইনার জনাব মনিদিপা দাশ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার দাশ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন নবীনদের উদ্দেশ্যে বলেন, ৩০ বছর আগে আমি ভারতের বেঙ্গালুরে অধ্যয়ন করতে গিয়েছিলাম। তখন আমার ইনস্টিটিউশন ও বেঙ্গালুরের বিভিন্ন স্থানে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে প্রচুর ছাত্র-ছাত্রীকে পড়তে দেখেছি। ফলে তখনই আমি এই বিভাগের সঙ্গে পরিচিত হয়েছি এবং এর আন্তর্জাতিক তাৎপর্য সম্পর্কেও অবগত হয়েছি। আজ তোমরা এই ইউনিভার্সিটিতে এই বিভাগে পড়ার সুযোগ পেয়েছ। এটা অত্যন্ত গর্বের ও সৌভাগ্যের। এই বিভাগে পড়ছি, এটা ভাবতেই তোমাদের একধরনের ভালোলাগা কাজ করে বলে আমার মনে হয়। কিন্তু এতেই থেমে থাকলে চলবে  না। তোমাদের ভালোভাবে স্টাডি করতে হবে। ভালো রেজাল্ট করে তোমাদের এগিয়ে যেতে হবে, কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়তে হবে। তোমাদেরকে এমন এমন ডিজাইন করতে হবে, যে-ডিজাইনগুলো দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তাক লাগিয়ে দেবে। তাহলে তোমরা যেমন অভাবনীয় সাফল্য লাভ করবে, তেমনি এই বিভাগও আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধি অর্জন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, ফ্যাশন ডিজাইন হচ্ছে একটি আধুনিক শিল্পমাধ্যম। এই মাধ্যমে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এটা এমন একটা মাধ্যম, যা কোলাবরেশন ছাড়া এগুতে পারে না। সেজন্য দেশের গার্মেন্টস শিল্পগোষ্ঠীগুলোর সহযোগিতা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ নতুন হলেও, এটা এমন একটা বিভাগ, যেটা গার্মেন্টস শিল্পজগতে আলোড়ন সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, এই বিভাগ এখনও শিশু বটে, কিন্তু একদিন অনেক বড় হবে। ফ্যাশন ডিজাইন ও মার্কেটের জগতে নেতৃত্ব দেবে।
তিনি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এই বিভাগ, এই ইউনিভার্সিটি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  
কেডিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব সেলিম রহমান বলেন, আমি ব্যবসায়ি হলেও একাডেমিয়া হলো আমার দুর্বলতা। তিনি মার্চেন্ডাইজিং, সেইলস ও মার্কেটিং সম্পর্কে বর্ণনা করে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির গুরুত্ব তুলে ধরেন।
হালদা গ্রুপের চেয়ারম্যান জনাব সারওয়ার আলমগীর ফ্যাশন ডিজাইনকে বিশাল একটি বিষয় বলে উল্লেখ করেন। তিনি বিভাগের শিক্ষার্থীদের ডিজাইন গার্মেন্টস জগতে ছড়িয়ে দেওয়ার কথা বলেন।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, নতুন এই বিভাগ বড় পরিসরে এই প্রথম একটি প্রোগ্রাম করলো। ভবিষ্যতে নানা প্রোগ্রাম করার ক্ষেত্রে এই অভিজ্ঞতা বিভাগটির কাজে লাগবে। তিনি নবীন শিক্ষার্থীদেরকে কো-কারিকুলার  ও এক্সট্রা কারিকুলার এক্টিভিসের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা ইউনিভার্সিটির পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানান।
আমেরিকান কর্নার-চট্টগ্রামের কন্টাক্ট পার্সন জনাব সাদাত জামান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল লয়ার জনাব মো. রেজাউল করিম রণি ও বিজিএমইএ-র সাবেক ডিরেক্টর জনাব খন্দকার বেলায়েত হোসেনও বক্তব্য রাখেন। শিক্ষার্থী নুসরাত কবির ও ভবতোষ রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার দাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী শিক্ষক-শিক্ষিকা, প্রক্টরিয়াল বডির সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে নবীন বরণে চসিক মেয়র ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে তিনদিনের কর্মশালার সমাপনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে তিনদিনের কর্মশালা শুরু

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এস. এম. নছরুল কদির ।

Read More

Quick Links and Contacts


Quick Links

  • Apply Online
  • How to apply
  • Undergraduate Admission
  • Graduate Admission
  • Tuition Fees and other fees
  • Grading System
  • Emergency Hotline Numbers in Bangladesh
  • Guideline of sexual harassment given by the high court division
    Download

  • Admission Form
  • Application - Teachers
  • Application - Officials
  • Enrollment Form
  • Migration Application
  • Poor Fund Form
  • Application - Hostel Seat
  • Academic Calendar
  • Time Attendance System-User Manual
  • Student's Code of Conduct
    Contact Details

  • 1/A,O.R.Nizam Road,Prabartak Circle, Panchlaish, Chittagong.
  • Phone: +88031-656917, 657654, 656612-15, 2856352-55.
  • Admission Office: +8801313044515-16
  • Accounts Office: +8801313044517
  • Controller Office: +8801313044518
  • IT Office: +8801313044519
  • Fax: 031-657892
  • info@puc.ac.bd
  • Google Maps
Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2019 Premier University IT. All rights reserved.
Facebook Page